পর্যটনের নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই থানার উপ পরিদর্শক ফারুক আহমেদ ও কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাপ্তাইয়ে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।
এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারোও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।