বান্দরবান রুমা উপজেলায় ছাত্রলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
এবারে রুমা উপজেলায় ছাত্র লীগ কমিটতে সভাপতি পদে ভান মুন নোয়ম বম ( আনোয়াম) সাধারণ সম্পাদক পদে অংচওয়াং মার্মা নির্বাচিত হয়েছে।
শুক্রবার ( ৩০শে সেপ্টেম্বর) সকাল ১০টায় রুমা উপজেলায় বম কমিউনিটি সেন্টার হল রুমে ছাত্র লীগের ত্রী-বার্ষীক সন্মেলনে ১ম অধিবেশনে আলোচনা সভা ও রুমা উপজেলায় ছাত্র লীগের ভোট গ্রহন করা হয়।
প্রথম অধিবেশন আলোচনা সভা উদ্বোধন করেন বান্দরবান জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনি সুশীল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হ্লা থোয়াই হ্রী মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মার্মা, রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মার্মা, রুমা উপজেল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শৈমং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উল্লাহ মীর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুধীর কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজিব মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লাল সাং পুই বম ( সাংপুই) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাংখাম লিয়ান বম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রতন কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সিদ্দিক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্র লীগের সহ সভাপতি সাইফুদ্দিন মোঃ হারুন, জেলা ছাত্র লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি সাফায়েত হোসেন সাফু।
সভাপতিত্ব করেন রুমা উপজেলা ছাত্র লীগের সভাপতি লালরিন সান বম।
সঞ্চালনা করেন রুমা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান।
আলোচনা সভা শেষে রুমা উপজেলায় ছাত্র লীগের নির্বাচনে ভোট গ্রহন করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোট গ্রহনের ৮৮ টি ব্যালট কাষ্টিং হয়েছে। আর শান্তি পূর্ন ভোট গ্রহন করা হয়েছে।
সভাপতি পদে প্রতিদন্দিত করেন মোঃ শাহাজাহান, ভান মোন নোয়াম বম ( আনোয়ম), নয়ন ধর শোভন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, অংচোওয়াং মার্মা, সিংথোয়াই মার্মা।
এর পরে রুমা উপজেলায় মহিলা যুব আওয়ামী লীগের সভানেত্রী পদে ভান মুন এং বম সাধারণ সম্পাদক পদে সুমা দাশ কে মনোনীত করা হয়।