রাঙামাটির নানিয়ারচরে উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন (সোমবার) সকালে নানিয়ারচর উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
এতে উপস্থিত ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা ও জেলা শুমারি সমন্বয়কারী (রাঙামাটি -০২)এর মোঃ ফজলে রাব্বি মজুমদারের সঞ্চলনায় জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিল।
সভায় জানানো হয় যে,নানিয়ারচর উপজেলার চার ইউনিয়নে তিনটি জোনে উপজেলা সদর ইউনিয়ন, ঘিলাছড়ি ইউনিয়ন/সাবেক্ষং ইউনিয়ন ও বুড়িঘাট ইউনিয়নে শুমারী কাজ করা হচ্ছে।
এতে ১৪ তারিখ রাত ১২ টার পর কনো শিশু জন্মালে গননার আওতায় আসবেনা এবং ১৪ তারিখ রাত ১২ টার পর মারা গেলে গননায় থাকলে গননা হতে নাম কাটা যাবে না। এবং প্রথমবারের মতই এবারের শুমারি কাজে ইলেকট্রনিক ডিভাইস ব্যাবহার করছে গননাকারীরা।নানিয়ারচর উপজেলায় এই তিন জোনে ১৪৮ জন গননাকারী ২৪ জন সুপার ভাইজার ও ৩ জন জোন প্রধান কাজ করছে।
উল্ল্যখ্য যে, আগামী (১৫-২১) জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগননা ২০২২ শুমারি/জরিপ হতে যাচ্ছে।