ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘকে পিন্ডদান, সংঘদান,ভিক্ষু সংঘের পরিত্রাণ পাঠ, পঞ্চশীল গ্রহন, ধর্মীয় দেশনা, অষ্টপরিষ্কার দান, চীবরদান,কল্পতরু দান, ফানুস বাতি উড়ানো এবং আকাশ প্রদীপ উৎসর্গসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার (২৩ অক্টোবর) কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিণছড়া ভাঙ্গামুড়া পাড়া চেতনা বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হলো দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব।
ভাঙ্গামুড়া পাড়া চেতনা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত কঠিন চীবর দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবতিষ্য থের।
ভাঙ্গামুড়া পাড়া চেতনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপঞঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে দানোৎসবে প্রধান দায়ক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি জবামোহন তঞ্চঙ্গ্যা।
এইসময় বিশেষ দায়ক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিহারের দায়ক সুভাষ কুমার তঞ্চঙ্গ্যা, চিকন মনি তঞ্চঙ্গ্যা, ফুলরত্য তঞ্চঙ্গ্যা ও আনন্দজয় তঞ্চঙ্গ্যা । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তম কুমার তঞ্চঙ্গ্যা ও অংথোয়াইচিং তঞ্চঙ্গ্যা।