জুরাছড়ি উপজেলায় দেশ জয়ী কাবাডি মেয়েদের সংবর্ধনা প্রদান করেছে রাঙামাটি প্রশাসন।
শুক্রবার জুরাছড়ি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মীর আবু তৌহিদ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
পরে খেলেয়ারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরে রাঙামাটি জেলাপ্রশাসকে পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা ও পুলিশ সুপার পক্ষ থেকে বিশ হাজার টাকা প্রদান করা হয়।