রবিবার, মার্চ ২৬News That Matters

রাঙামাটিতে মাদক ও জুয়াড়িসহ আটক ৯ 

শেয়ার করুন:

 

রাঙামাটিতে মাদক ও জুয়াড়িসহ ৯জনকে আটক করেছেন পুলিশ। গত বৃহস্পতিবার ভোর রাতে শহরের কাঁঠালতলী প্রতিভা ক্লাব ৭জন জুয়ারি, মানিকছড়ি থেকে মাদক মামলার আসামি ও একজন নারী মাদককারবারীকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোর রাতে শহরের কাঁঠালতলি প্রতিভা ক্লাব থেকে জুয়ার সরজ্ঞামসহ ৪ হাজার ৬৮০ টাকাসহ ৭ জুয়ারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-সুজয় চাকমা (২৫),নোয়াধন চাকমা(৩৩),বিজয় চাকমা(৩২),অরুপ মজুমদার (৩৮), ইদ্রিস আলী(৪৫),মোঃ রিদোয়ান (৩৫) ও সজ্ঞিন কুমার দে। এদিকে মানিকছড়ি থেকে মাদক মামলার আসামি মোঃ মান্নান মিয়া(৩১) কে এবং ১৭ লিটার বাংলা মদসহ সানজিদা আক্তার (২০) আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে গত ৭ ডিসেম্বরে দায়ের করা মাদক মামলার আসামি মোঃ মান্নান মিয়াকে আটক করা হয়েছে। এদিকে কোতোয়ালি থানার জুয়া মামলা নং-৮,২০২২ জুয়া আইনের ৪ ধারা ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে আটককৃত ৯ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক,জুয়া ও চোরাই মোটরসাইকেল বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *