রাঙামাটিতে বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২২ পালন করা হয়েছে। মঙ্গলবার রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে টিকাদান সপ্তাহ উপলক্ষে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
এ সময় তিনি বলেন, প্রতিরোধযোগ্য রোগ থেকে আরও বেশি লোক এবং আরো সম্প্রদায়কে রক্ষা করাই বিশ্ব টিকাদান সপ্তাহের চুড়ান্ত লক্ষ্য। তিনি বলেন, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন সপ্তাহ ২০২২-এর থিম হল “সকলের জন্য দীর্ঘ জীবন”, যার লক্ষ্য হল এ ধারণার চারপাশে জনগণকে একত্রিত করা। এটি প্রিয়জনকে রক্ষা করা এবং একটি দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব করে তোলে।
এতে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কান্তি চাকমা, সি এস অফিসের এস এম ও ডাঃ জয়ধন তঞ্চঙ্গ্যা, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বারী মোঃ ওসমান গণি চৌধুরী, পঞ্চানন ভট্টাচার্য্য, পুরোহিত পুলক চক্রবর্তী, কানু দাশ গুপ্তসহ বিভিন্ন ইমাম, পুরোহিত, স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ। সভা সঞ্চালনা করেন সি এস অফিসের জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা। এডভোকেসী সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন।