রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় সরকারি মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ করার ঘটনা ঘটেছে। মেয়াদোত্তীর্ন ওষুধ সেবন করে অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। বাবুছড়া থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরন করার অভিযোগ করেছে স্থানীয় ১৩ জন গ্রামবাসী।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ করায় ক্ষুব্ধ স্থানীয় সাধারণ জনগণ। আজ দুপুর ১২ টায় সরেজমিনে দেখা যায, স্থানীয় অর্ধশতাধিক সাধারণ জনগণ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ঘিরে রেখেছে। এদিকে উত্তেজিত জনতা কে সামল দিচ্ছে বাবুছড়া পুলিশ ফাঁড়ি।

এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনা পরিদর্শন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, এসময় তিনি স্থানীয় মানুষের সাথে কথা বলেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান করেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হলে পরিস্থিতি শান্ত হয়।

জানাযায়, উপজেলা পরিবার পরিকল্যাণ পরিদর্শীকা অনিতা চাকমা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষের মাঝে ওষুধ বিতরন করেছেন। সেগুলো মেয়াদোত্তীর্ন ছিলো।

একই ভবনে স্বাস্থ্য কেন্দ্র হওয়া। এদিকে পাশাপাশি ও ওষুধ বিতরন করছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) প্রমেশ চাকমা।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ দায়ের করতে না পারলেও উত্তেজিত জনতা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের একটি গোডাউন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ খুঁজে বের করে উত্তেজিত জনতা।

জানাযায় গোডাউন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ গুলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র‘র। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুই নারী জানান, এখানে নিয়মিত ওষুধ বিতরন করার কথা থাকলেও তা বিতরন করা হয় না। বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর দায়িত্ব থাকা স্টাফ জগৎ জ্যোতি চাকমা মাঝেমধ্যে মানুষের মাঝে ওষুধ বিতরন করে থাকেন। তাছাড়া তিনি প্রায় সময় মদ্যপান অবস্থায় থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার জানান, আজকের মেয়াদোত্তীর্ণ ওষুধ গুলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। তাছাড়া গোডাউনে যেগুলো পাওয়া গিয়েছে তা নিয়ম মেনে ধ্বংস করা জন্য রাখা হয়েছে। আর ওষুধ মেয়াদোত্তীর্ণ হতেই পারে, তা স্বাভাবিক ব্যাপার। তবে সেগুলো আইন মেনেই ধ্বংস করা হয়।

স্টাফ জগৎ জ্যোতি চাকমার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মদ্যপান করার বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে এধরনের অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান জানান, আমাদের ওষুধ বিতরন সীমিত পর্যায়ে থাকে, তাছাড়া ওষুধ মেয়াদোত্তীর্ণ হবার কথা না। যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ থেকে থাকে এবং বিতরন করা হয় তাহলে আমাদের পরিদর্শিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাবুছড়া পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক আমিনুল জানান, স্থানীয় অর্ধশতাধিক জনতা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ঘিরে রেখেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরন করায়। আমাদের ফাঁড়ির কাছাকাছি হওয়ায় কয়েকজন এসে অভিযোগ করলে আমরা গিয়ে সেখানে পরিস্থিতি শান্ত রেখেছি।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরন করার ঘটনায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুর রহমান, উপজেলা মেডিক্যাল অফিসার মোঃ মোস্তফা ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোফাসেলসহ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। আগামী ৫ কর্ম দিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল জানান, বাবুছড়া ঘটনা কেন্দ্রে গিয়ে সরেজমিনে দেখেছি, উত্তেজীত জনতার সাথে কথা বলে, পরিবেশ শান্ত রেখেছি। তাছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরন করার ঘটনায় একটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করে দিয়েছি। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রির্পোট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: