রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়েগেছে ৩৫ টি দোকান।
শনিবার (২১জানুয়ারী) আনুমানিক বিকাল সাড়ে ৫ টার সময় লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে জনৈক তসলিম মিয়ার ওয়ার্কশপ দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনার সুত্রপাত হয় বলে এলাকাবাসীরা জানায়।
বাইট্টাপাড়া বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, আগুন লাগার সময় তসলিম মিয়ার ওয়ার্কশপ দোকানটি বন্ধ ছিল। দোকানের ভিতর হঠাৎ শব্দ হওয়াতে আমরা বিতরে আগুন জ্বলা অবস্থায় দেখি। কিছু বুঝে উটার আগেই মূহুর্তের মাধ্যে আগুন চারোদিকে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ঘটনাস্থলে এলাকার স্থানীয় জনসাধারণ, লংগদু জোন (৩ বীর) সেনাসদস্য, লংগদু থানা পুলিশ ও বাইট্যাপাড়া আনসার ব্যাটালিয়নের সদস্যদের সার্বিক সহায়তায় প্রায় সাড়ে ৫ ঘন্টা চেষ্টার পর আগুন আসে।
এদিকে দিঘীনালা উপজেলা হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর অবশিষ্ট আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে আসে । বাজারের গুডাউন, ফার্নিচার দোকান এবং অন্যান্য দোকানসহ সর্বমোট ৩৫ টি দোকান সম্পুর্ন পুড়ে যায়, যাহার ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ২ কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্ট মহল ধারণা করছেন।