রাঙামাটির কাপ্তাইয়ে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ৭ মার্চ) ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজ সেবার আয়োজনে এই কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.নাজমুল হাসান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আ’লীগ নেতা আবুল কাশেম,সাগর চক্রবর্তী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন,ইউপি সদস্য ছালেহ আহমেদ,মজিবুর রহমান,মইন উদ্দীন, আবুল হাশেম,সেলিনা পারভিন, লাভলী প্রমুখ।
কমিউনিটি ডায়ালগে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব এবং কাপ্তাই এলাকায় থাকা মানসিক ভারসাম্যহীন নারী ও পুরুষদের নিয়ে আলোচনা করা হয়।