জুরাছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষকদের জন্য নব নিযুক্ত শিক্ষকদের জন্য ১০দিন ব্যাপী ” ইন্ডাকশন প্রশিক্ষণ” শুরু হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে রির্সোস সেন্টারের প্রশিক্ষণের সূচনা করা হয়। কাউখালী উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, জুরাছড়ি রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম, পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে নব নিযুক্ত ২৫জন শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সূচনা সভায় জুরাছড়ি রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম বলেন, প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চলমান প্রশিক্ষণ গুলোর মধ্যে নব নিযুক্ত শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কেননা সদ্য যোগদান করা একজন শিক্ষক চাকুরিতে নিযুক্ত হবার সাথে সাথেই র্দীঘমেয়াদী ডিপিএড প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন না। ডিপিএড প্রশিক্ষণের কোর্চের সুযোগ পেতে এক/দুই বছর সময় লেগে যায়।