খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ— “বায়োডাইভারসিটি ইকোসিস্টেমস সাইট সিলেকশন” শীর্ষক কর্মসূচি। শনিবার (২০ জুলাই ) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (KHDC)-এর কনফারেন্স হলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
কানাডা সরকারের সহযোগিতায় এবং UNDP ও বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (MoCHTA) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য, পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর টেকসই জীবনধারায় সহায়তা প্রদান।
এ সময় জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ,নিটোল মনি চাকমা,ধনেশ্বর ত্রিপুরা,ইউএনডিপি’র জেলা কর্মসূচি বাস্তবায়ন বিশ্লেষক প্রিয়তর চাকমা,উপজেলা ফেসিলিটেটিং এসোসিয়েট অংক্যছেন মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে Biodiversity Ecosystems Restoration for Community Resilience in CHT (BERCR) এবং Ecosystems Restoration and Resilient Development in Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্পগুলো বাস্তবায়নের নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব স্থান নির্বাচন করা হচ্ছে, যেখানে প্রকৃতি, পরিবেশ ও মানুষের সহাবস্থানের এক অনন্য মেলবন্ধন গড়ে উঠবে।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক:পরিবেশবান্ধব উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ,পাহাড়ি এলাকায় টেকসই উন্নয়ন পরিকল্পনার বাস্তব ভিত্তি তৈরি,আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং পাহাড়ি জনপদের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় জনগণ থেকে শুরু করে উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে পুরো আয়োজন জুড়ে।
খাগড়াছড়ি আবারও হয়ে উঠছে দেশের টেকসই পরিবেশ সংরক্ষণের অনন্য দৃষ্টান্ত।