রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ টা দোকান হতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টা হতে ১২টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় মেয়াদবিহীন পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ এর ধারায় বড়ইছড়ি বাজার তুষার ষ্টোরকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রির অপরাধে বড়ইছড়ি বাজার অন্যান্য হোটেলকে ২ হাজার টাকা এবং ফার্মেসীতে সেম্পল এর ঔষধ পাওয়া যাওয়ায় বড়ইছড়ি বাজার সুমন ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২ হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইলিয়াস অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।