কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ থাকার পরও গোপনে ফোন ব্যবহার করায় উদ্বেগ জানিয়ে তা বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক।
২১ জুলাই (সোমবার) প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এছাড়া মোবাইল ফোন ব্যবহার বন্ধে অভিভাবকদের সহযোগিতাও কামনা করা হয়।
প্রসঙ্গত, বিদ্যালয়ের ৬ষ্ট হতে ১০ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ঐ আদেশে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ওই আদেশে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা বিভিন্ন ভিডিও ধারন করে ফেসবুক/ টিকটকে আপলোড করছেন যার কারনে স্কুলের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ও গতিশীল করতে মোবাইল ফোনে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন আনা নিষেধ, তারপরও শিক্ষার্থীরা গোপনে মোবাইল আনছে। বিভিন্ন বিতর্কিত পোস্ট লাইক ও শেয়ার দিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।