কাপ্তাই উপজেলার নবাগত ইউএনও রুমন দে এর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে কাপ্তাই প্রেস ক্লাব।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে কাপ্তাই প্রেস ক্লাবে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত ইউএনও রুমন দে বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং সমাজের নানা ভালো মন্দদিক জাতির সামনে ফুঁটে উঠে।
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ঝুলন দত্ত এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাইয়ের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লাভলু প্রমুখ।