“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে জুরাছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করণ করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) উপজেলা জামে মসজিদ থেকে র্যালি বের করে থানা, যক্ষা বাজার প্রদক্ষিন করে উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, পাহাড়ী এলাকায় মৎস্য উন্নয়নের সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী রূপম তালুকদার ও পোনা উৎপাদনকারি কৌশিক চাকমাকে সনদ ও ক্রেশ প্রদান করা হয়।