বুধবার , ২৫ জুন ২০২৫ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৫, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে হঠাৎ করে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। বিশেষ করে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া, ভাঙামুড়া, পাংখোয়া পাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুভার্ব বেশী হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।

গতবছর এর তুলনায় এই বছর ম্যালেরিয়ার সনাক্তের হার বেশী হচ্ছে। গত বছরের  জুন মাসে যেখানে গড়ে ৭ জন ম্যালেরিয়া রোগী এবং সারা বছরে ১শত ৫ জন রোগীর ম্যালেরিয়া শনাক্ত  হলেও এই বছর শুধুমাত্র জুন মাসে হাসপাতালের বেডে ২০ জুন রোগী ম্যালেরিয়া রোগের চিকিৎসা নিয়েছেন। বর্ষা শুরু হবার পর বিভিন্ন এলাকায় শতাধিক নারী ও পুরুষ ম্যালেরিয়া রোগী আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা এর সাথে তাঁর দপ্তরে কথা হয় এই প্রতিবেদকের। এসময় তিনি বলেন, প্রতি বছর বর্ষার মৌসুমে ম্যালেরিয়া বাড়লেও এই বছর আগের তুলনায় ম্যালেরিয়া অনেক বেশী বেড়ে গেছে। চলতি জুন মাসের প্রথম ২৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন রোগী চিকিৎসা নিয়ে গেছেন। তিনি আরোও জানান, ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া, ভাঙামুড়া, পাংখোয়া পাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুভার্ব বেশী দেখা দিয়েছে।
শুধু এই সব এলাকা নয়, কাপ্তাই নতুনবাজার এলাকা এবং আমাদের পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সাবস্টেশন এলাকা ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে, তারা এখানে চিকিৎসা নিয়েছে। যারা সচেতন তারা হাসপাতালে আসলেও বাকিরা আসছে না,তাই তাদের জীবন মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরোও বলেন, ম্যালেরিয়া নির্মূলে সরকারি স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা  ব্র্যাকের উদ্যোগে  কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বরে আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে, ম্যালেরিযা রোগের লক্ষ্মণ পেলে তাৎক্ষণিক  চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর খারাপ লক্ষ্মণ পেলে তাদেরকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা এই সব এলাকায় গিয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক করছি এবং মশারী ব্যবহারের পরামর্শ দিচ্ছি। সরকারি স্বাস্থ্য বিভাগ এবং ব্রাক এর পাশাপাশি জনগণ যদি সচেতন হয়ে, তবে ম্যালেরিয়া প্রাদুর্ভাব  কমে আসবে বলে তিনি জানান।

ব্রাক স্বাস্থ্য কর্মসূচী কাপ্তাই উপজেলা ম্যানেজার শম্পা দাশ গুপ্তা বলেন, হঠাৎ করে কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে আমরা এসব এলাকায় উঠান বৈঠক করছি। এছাড়া আক্রান্ত রোগীদের  রক্ত পরীক্ষা, চিকিৎসা সেবা প্রদান এবং মশারী বিতরণ করছি।
এদিকে ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতন হবার জন্য কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে বুধবার (২৫ জুন) হতে উপজেলা সদর সহ বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচারনা চালানো হয়েছে। এসময়  ঘুমানোর সময় অবশ্যই মশারি লাগিয়ে ঘুমাবার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মরহুম জহির আহম্মেদ ও মরহুম শাহ আলম’র স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জা‌তিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা 

কাউখালীতে জাতীয় জম্ম মৃত্যু নিবন্ধন দিবস

বাংলাদেশে শেখ কামাল ক্রীড়ার ভিত্তি গড়েন

বেতবুনিয়া পিএসটিএস কেজি স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কাউখালীতে প্রসবজনিত ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্প অনুষ্টিত

শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে অসামান্য পরিবর্তন ঘটেছে -জাতিসংঘে পার্বত্য সচিব 

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

নানিয়ারচরে ১৯ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে যুবক আটক

শহীদ দিবসে কাপ্তাই শিল্পকলা একাডেমির ‘গীতি আলেখ্য’

error: Content is protected !!
%d bloggers like this: