মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন শিলছড়ি ৯নং ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসের এর সঞ্চালনায় এসভা অনুুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করে শিলছড়ি বাজার চৌধুরী ছিদ্দিক আহমেদ। এসময় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি ( তদন্ত) দেবাশীষ সানা। বক্তব্য রাখেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মুহসিন, মো.নুরনবী ও পাইমং মারমা।
পরে সকলের মতামতের ভিত্তিত্বে ৫সদস্য বিশিষ্ট ‘শিলছড়ি সামাজিক শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মো.আবদুল ওহাব, সহ-সভাপতি ২জন পাইমং মারমা ও উত্তম মারমা, সাধারন সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন ও মহিলা সম্পাদিকা মিনুপ্রু মারমাকে নির্বাচিত করা হয়।