রবিবার, মার্চ ২৬News That Matters

রাতের আঁধারে পাচারের সময় দীঘিনালায় সরকারি বই জব্দ 

শেয়ার করুন:

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যাক্ত ভবনের গোডাউনের ভিতর থেকে ২০২১-২০২২ সালের টেক্সট (এনসিটিভি) এক ট্রাক বই লোড করে পাঁচার হওয়ার সময় বই জব্দ করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত ভবনের গোডাউন থেকে বই লোড করে পাচার হওয়ার সময় ঢাকা মেট্রো- ১৬২১১৪ একটি ট্রাক লোডিং হওয়ার সময় এক ট্রাক বই জব্দ করা হয়।

এসময় বই লোড করে দেওয়ার কাজে নিয়োজিত ছিলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী গৌতম চক্রবর্তী(৫৫), তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার ভোমরকান্দি গ্রামের মৃত কৃষ্ণবন্ধু চক্রবর্তীর ছেলে এবং অস্থায়ী (মাষ্টার রোল) অফিস সহকারী মোঃ রুবেল (২৬) সে দীঘিনালা উপজেলা পূর্ব কাঠাঁলতরীর মৃত আঃ সামাদের ছেলে।

এবিষয়ে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা জানান, সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা রাতের আধারে বই পাচারের কাজে নিয়োজিত ছিলো তাদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার এবং সরকারি কর্মচারী জড়িত হয়ে বই পাচার করার নিন্দা জানাচ্ছি। সরকার শিক্ষার মান উন্নয়নে বিনামূল্যে বই বিতরণ করে থাকেন।

দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মামুন জানান, ঘটনাটি শুনেছি আমার অনুমতি ছাড়া বই গোডাউন থেকে বের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানিনা।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, যারা বই পাচার কাজে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখেছি।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *