রামগড় পৌর বিএনপির সভাপতি জসিমের উদ্দিনের বাড়ি ও সাধারণ সম্পাদক আলা উদ্দিনের বড় ভাইয়ের দোকান শাহিন লাইব্রেরি এবং পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠুর বাড়িতে সরকারি দলের বিরুদ্ধে হামলা ও লুঠপাটের অভিযোগ উছঠছে।
জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক ইশতেয়াক আহম্মেদ নিপু প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য আওয়ামী সন্ত্রাসীদের দায়ী করেছেন।
তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যায় জেলা শহরের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে রামগড় থানা পুলিশ এই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ প্রদান করেননি বলে জানিয়েছে।
আর রামগড় উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর এই ঘটনাকে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া এবং তাঁর ভাতিজা সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ ভূঁইয়ার মধ্যে রামগড়ে দলীয় প্রভাব বিস্তারের অন্তকোন্দল ফলে অভিহিত করেছেন।
লুটপাট ও ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।