আজ চাকমা সম্প্রদায়ের ফুল বিজু। কাল মুল বিজু আনন্দের সীমা নেই। পুরনো বছরের গ্লানী মুছে ফেলতে সকালে বন্ধুদের সাথে চেঙ্গী নদীতে ফুল দিতে যায় খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি গ্রামের রতন চাকমার মেয়ে মৈত্রী চাকমা (৭)
ফুল ভাসাতে গিয়ে পানিতে ডুবে মারা যায় মৈত্রী চাকমা (৭)। তার মরদেহ নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা।
মৈত্রী চাকমা কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ।
জানা গেছে,সকালে কমলছড়ি বাড়ীর আশেপাশের কয়েকজন বন্ধু মিলে নদীতে ফুল ভাসানোর জন্য বাড়ী থেকে বের হন মৈত্রী চাকমা।
ফুল ভাসিয়ে নদীতে নাচা নাচা করে গোসল করতে গিয়ে বন্ধুদের অগোচরে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে মৈত্রী চাকমার মরদেহ উদ্ধার করে।
নিহত মৈত্রী চাকমার নিকট আত্মীয় শিক্ষক নিমান্টু চাকমা জানান, মৈত্রী চাকমা, পিতা, মাতার একমাত্র সন্তান। এর কয়েক বছর আগে তার ভাই পটপট্টা চাকমা (১০) অসুখে মারা যায়। বর্তমানে রতন চাকমার পরিবারে কোন সন্তান রইল না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান মৈত্রী চাকমা নিয়মিত বিদ্যালয়ে আসত এবং খুব ছটফটে ছিল।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পিতা রতন চাকমা (৩৩) ও মাতা মনিষা চাকমা (২৮) বার বার মূর্চ্ছা যাচ্ছেন।