রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে (কলেজ পাড়া) এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে প্রতিবেশী কর্তৃক বেধম মারধর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে।
গত ১৬ জুলাই ২০২৩ বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় প্রতিবেশীরা (প্রবাসী মাহবুব সৈয়দের) স্ত্রী রোজিনা আক্তার(৩০)কে ৪-৫ জনে মিলে মারধর করার অভিযোগ উঠেছে।
প্রতিবেশীদের মারামারিতে রোজিনা অসুস্থ হয়ে পড়লে তার বড় ভাই ফারুক রোজিনাকে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যায়।পরে তাকে খাগড়াছড়ি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রোজিনা আক্তার বলেন,আমার স্বামী একজন প্রবাসী। সে ওমানে থাকেন। আমি আমার শাশুরিসহ ছোট একটি বাচ্চা নিয়ে মুসলিম ব্লকে বসবাস করি। ২০২০ সালে প্রতিবেশীদের বড় ভাই নুর মোহাম্মদ এর স্ত্রী রোকেয়া বেগমেরর কাছ থেকে .০৯শতক জায়গা ক্রয় করি। জায়গা ক্রয়ের পর থেকে বিবাদী নুরুল কবির,নুরুল মনির ও মোঃ নুরুল হক আমাদের রেজিস্ট্রারিকৃত জায়গায় এসে বাধা প্রদান করে। এছাড়াও বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানির শিকার করে এবং প্রায় সময় মানসিক নির্যাতন করে।
রোজিনা আক্তার আরো বলেন,বাড়ির সীমানা নিয়ে গত ১৬ জুলাই ২০২৩ বিকাল সাড়ে৪টার সময় বিবাদী নুরুল কবির,নুরুল মনির ও মোঃ নুরুল হকগং আমার ঘরের মধ্যে ঢুকে মারধর করে।
নুরুল কবির বলেন,আমাদের যৌথ পরিবার থাকাকালে বাবা তাকে জমিজামার দায়-দায়িত্ব পালনের দায়িত্ব দেয়। ওই জায়গা আমার ভাই নুর মোহাম্মদ তলে তলে ভাবী রোকেয়ার নামে রেজিষ্ট্রারী করে ফেলে। ভাবীর নামে ওই জায়গা ২০২০ সালে প্রবাসী মাহবুব এর কাছে বিক্রি করে দেয়। মূলতঃ এই জায়গা নিয়েই মাহবুব ও তার স্ত্রীর সাথে ঝগড়া বিবেদ লাগে। গত ১৬ জুলাই ২০২৩ বিকালে যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অসত্য। জায়গা জমির এই ঘটনাটি স্থানীয় ভাবেও জেলা পর্যায়ে এক বাক্যে সবাই অবগত আছেন। তবে মূলতঃ দোষ আমার বড় ভাইয়ের ও ভাবীর।
বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহম্মদ বলেন,এ বিষয়ে রোজিনা নামের এক মহিলা থানায় একটি মারামারি ঘটনার অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিস্তারিত জানার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।