রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার ( ১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিবাহ, যৌতুক,বিধবা ভাতা সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, নারীরা সব পারে , আজ দেশ উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকার নারী উন্নয়নে কাজ করে চলছে।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অফিস সহকারী শফিউল আজিম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্র (এলপিসি) শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আখি তালুকদার , ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া।


















