জুরাছড়ি উপজেলায় অতি বৃষ্টি, পাহাড় ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবার কীটস বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) ইউনিসেফের সহযোগীতায় সমাজ সেবা বিভাগের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এসব তুলে দেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবদুর রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্থ ১ শ শিক্ষার্থীকে কীটস বিতরণ করা হয়। কীটসের মধ্যে রয়েছে বড় কম্বল ২টি, ছোট কম্বল ২টি, সাবান ৪টি, টুথপেস্ট ৪টি, টুথ ব্রাশ ৪টি, মশারি ৪পিস, সোলার পাওয়ার টর্চ ১টি, গামছা ২টি, জলরোধী বহন ব্যাগ ১টি।