মঙ্গলবার, মার্চ ২১News That Matters

রাঙামাটি শহরে ছাত্রলীগ নেতা খুন

শেয়ার করুন:

নিজস্ব, প্রতিবেদক, রাঙামাটি

রাঙামাটি শহরে ছুরিকাঘাত করে ছাত্রলীগের এক নেতাকে খুন করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে শহরে পোস্ট অফিস সংলঘ্ন হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম জয় ত্রিপুরা। জয় দেবাশীষ নগরের মৃত খোকন মনি ত্রিপুরার ছেলে। সে ছাত্রলীগ রাঙামাটি সদর উপজেলার উপ প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, নিহত জয় ত্রিপুরা রাতে হাসপাতালে এক রোগীকে দেখে হাসপাতালে সড়ক হয়ে  নিজ বাড়ি দেবাশীষ নগর যাচ্ছিলেন।  এ সময় হাসপাতাল গেট এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় জয়কে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জয়কে মৃত ঘোষণা করে।

হাসপাতাল সূত্র জানায় রাত বুধবার রাত ৩ টা ২০ মিনিটে জয় ত্রিপুরাকে হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, এ হত্যাকান্ড কে ঘটিয়েছে তা তদন্ত করতে পুলিশকে জানানো হয়েছে। নিহত জয় ত্রিপুরা রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ছিলেন।

এ ব্যপারে রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *