বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে জন্মাষ্টমী উদযাপন

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় লংগদুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট লংগদু উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় সেবাশ্রমের সামনে থেকে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল সাজে অংশ নেন।
শোভাযাত্রাটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে আলোচনা সভায় এসে শেষ হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রী সুভাষ চন্দ্র দাশের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় প্রভাষক শ্রী রুপন ধর।
প্রধান বক্তা শ্রী রুপন ধর সমাবেশ সকলের উদ্দেশ্যে বলেন, ধর্ম মানুষকে কল্যাণের পথে নিয়ে যায় এবং মানুষকে ভালোবাসতে শেখায়। সৎ পথে থাকলে মানুষ অবশ্যই তাঁর স্রষ্টাকে লাভ করতে পারবেন।
এসময় ধর্মীয় গীতা পাঠ করেন শ্রীযুক্ত বাবু পিয়াস দাশ এবং স্বাগত বক্তব্য রাখেন, ঝন্টু চৌধুরী।
রাধাকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনা কমিটির সভাপতি শ্রী দীপক নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্ত অজিত নন্দী ও নিহার চক্রবর্তী।
এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা শুরু করা হয়। এছাড়া শাস্ত্রপাঠ, মন্দিরে পূজা অর্চণা, শ্রদ্ধার্ঘ অর্পণ, যজ্ঞসহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা ধুমধামে উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে মহা প্রসাদ বিতরণ করে সভার সমাপ্তি হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: