রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং ( পিএসটিএস) স্কুলের ট্রেইনি রিক্রট কনস্টেবল( টিআরসিদের) প্রশিক্ষণ সমাপন ও সনদপত্র বিতরন অনুষ্টান রবিবার সকালে পিএসটিএস মাঠে অনুষ্ঠিত হয়।
টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে সকালে পিএসটিএস মাঠে এক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রশিক্ষণ সমাপী অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ দিদার আহম্মদ বিপিএম,পিপিএম – সেবা।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল ( পিএসটিএস) কমান্ড্যান্ট ( এ্যডিশনাল ডিআইজি) ড. মোঃ আব্দুস সোবহান পিপিএম। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারট পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ।
কুচকাওয়াজ শেষে পিএসটিএস মিলনায়তনে টিআরসিদের প্রশিক্ষণ সমাপন ও প্রশিক্ষণ সনদ পত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা পিএসটিএস কমান্ড্যান্ট ( অ্যাডিশনাল ডিআইজি) ড. মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেডকোয়ার্টার্স ঢাকা অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ দিদার আহম্মদ বিপিএম, পিপিএম – সেবা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম ( বার) পিপিএম, বন ও পরিবেশ মন্তনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান,ঢাকা উত্তরা ১ এপিবিএন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, বেতবুনিয়া পিএসটিএস সহকারী পুলিশ সুপার ( ট্রেনিং) অপ্পলা রাজু নাহা।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পিএসটিএস পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ মোস্তফা কামাল, পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ মাকসুদ আলম, পুলিশ পরিদর্শক ( সশস্র) মোঃ রোস্তম আলী, পুলিশ পরিদর্শক ( সশস্ত্র) মোঃ আকবর আলী, এএসআই ( নিরস্র) মোঃ আরিফ, স্থানীয় গন মাধ্যম কর্মী সহ পিএসটিসের সকল স্টাফ ও সকল টিআরসি বৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কতৃক টিআরসিদের প্রশিক্ষণ সমাপন উপলক্ষে প্রশিক্ষণ সমাপন সনদ পত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।