শনিবার, মার্চ ২৫News That Matters

জুরাছড়িতে ভিজিডি মহিলাদের প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন:

 

সুমন্ত চাকমা, জুরাছড়ি।

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় ভিজিডি সুবিধা ভোগীদের গ্রাম ভিত্তিক সচেতনা মূলক বাল্য বিবাহ রোধ, নারী ক্ষমতায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা “সমহার” নারী ও শিশু উন্নয়ন সোসাইটি আয়োজনে বালুখালী মূখ পাড়ায় অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা। এ সময় সমহারের মাঠ প্রশিক্ষক ঝিমি চাকমা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষন শুরুর আগে মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা বলেন, ভিজিডি কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বাস্তবায়িত একটি অন্যতম সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা সম্পূর্নরূপে আর্থ -সামাজিক ভাবে দুঃস্থ পরিবার বিশেষতঃ মহিলাদের জীবন মান উনানয়নে কাজ করছে।

তিনি আরো বলেন, দেশের দরিদ্র পীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তা হীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র স্তরের উপরের অবস্থান টিকে থাকার সক্ষমতার অর্জন করতে পারাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ সময় সমহারের মাঠ প্রশিক্ষক ঝিমি চাকমা বলেন, গ্রামীন দুঃস্থ পরিবার সমূহের দৈনন্দিন খাদ্য চাহিদা পুরণে সহায়তা করা এবং বিপণনযোগ্য দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের প্রারম্ভিক মুলধন সংগ্রহের জন্য উৎসাহিত করা, ঋন প্রাপ্তিতে সুযোগ প্রদানের মাধ্যমে উপার্জনক্ষম করে গড়ে তোলা এবং চলমান উন্নয়ন কর্মসূচি গুলোতে অন্তর্ভুক্তিকরণের জন্য যোগ্য করে গড়ে তোলা ভিজিডি কর্মসূচির উদ্দিশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *