রাঙামাটির কাপ্তাই প্রকৌশল একাডেমিতে শুক্রবার(১২ মে) সকালে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
এতে ঐ মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী সহ সর্বমোট ৩৫ জন অংশ নেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন এবং ই-গভর্নেন্স ও ইনোভেশনের গুরুত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোঃ অলি উল্লাহ, এনডিসির সভাপতিত্বে এসময় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ সোহেল হাসান , সচিবের একান্ত সচিব আ. ন. ম. নাজিম উদ্দিন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে উপস্থিত ছিলেন।