রাঙামাটি শহরের গর্জনতলী নিবাসী ও রাঙামাটি কার-মাইক্রো সমিতির সহ সভাপতি দীলিপ বড়ুয়া(৫৫) রাঙামাটি- চট্টগ্রাম সড়কের মগাইছড়ি নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।
শুক্রবার দুপুর আনুমানিক ২ টা ৪৫ মিনিটের সময় রানীর হাট থেকে রাঙামাটি আসার পথে সিএনজি’র সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দীলিপ বড়ুয়ার মাথায় প্রচন্ড আঘাত ও রক্ত খনন হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয় লোকজন জানান, হঠাৎ করে বিকট শব্দ শুনে আমরা দৌড়ে এসে দেখি সিএনজি ও একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাইক চালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তখন আমরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেলা সদর হাসপাতালে প্রেরণ করি। তবে আহত রোগির অবস্থা তেমন ভাল দেখিনি।
এদিকে দীলিপ বড়ুয়ার মোটরসাইকেল এক্সিডেন্টের খবর রাঙামাটিতে ছড়িয়ে পড়লে তার আত্নীয়স্বজন, পাড়া মহল্লার প্রতিবেশি হাসাপাতালে ছুটে যায়। হাসপাতালে গিয়ে দেখে তার নিথল দেহ পড়ে আছে। সবার মাঝে নেমে আসে শোকের ছায়া। পরিবারের লোকজন সবাই অবাক কেমনে মেনে নেবে এই দুর্ঘটনা! এই পৃথিবীর মায়া ছেড়ে তরতাজা লোকটা চলে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে শোকাভিভূত রাঙামাটি মাইক্রোকার শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ তার অসংখ্য বন্ধু বান্ধব ও শুভকাংক্ষি তার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃতকালে স্ত্রীসহ ২ ছেলে পৃথিবীতে রেখে যান। তার অকাল মৃত্যুতে গোটা রাঙামাটি শহরে শোকের ছায়া বইছে।