খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির রোধে রাঙামাটির জুরাছড়িতে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জুরাছড়ির থানা ফটকে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, খাদ্য নিয়ন্ত্রক রমনী মোহন চাকমা,ট্যাগ কর্মকর্তা মোঃ মরশেদুল আলম, ডিলার মোঃ কাসেম উপস্থিত ছিলেন।
জুরাছড়ি ইউনিয়নের ৪ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে। টিসিবি কার্ডধারী মাসে দুই বারে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবে। আগামী তিন মাস এ কার্যক্রম চলবে।
এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, সরকারের এটি একটি যুগোপযোগী উদ্যোগ। এই কর্মসূচি বাস্তবায়নে এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।