কাপ্তাই লেকে খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনে অবদান রাখায় কাপ্তাইয়ের জেটিঘাট এলাকার জেলেপাড়ার মৎস্যচাষী মো: ইউনুচ জাতীয় মৎস্য সপ্তাহ: ২০২৪ এ রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার অর্জন করেছেন।
রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি প্রতিবছর মৎস্য সপ্তাহে এই পুরস্কার প্রদান করে থাকেন। গত বুধবার( ৩১ জুলাই) রাঙামাটি জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদের এনেক্স ভবন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে কাপ্তাইয়ের সফল মৎস্যচাষী মো: ইউনুচ এর হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
মৎস্য বিষয়ক আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এসময় জেলা মৎস্য অফিসার অধির চন্দ্র দাস, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোতাছেম বিল্যাহ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, রাঙামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা সহ জেলা পরিষদের সদস্য এবং মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: কাপ্তাইয়ের উপজেলার জেটিঘাট জেলা পাড়ার বাসিন্দা মো: ইউনুচ ২০২৩ উৎপাদন বছরে কাপ্তাই লেকে ১ শত ৬০ টি খাঁচায় মনোসেক্স জাতীয় তেলাপিয়া মাছ চাষ করে প্রায় ৮০ মেট্রিক টন মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন করেন। তারই এই অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁকে ২০২৪ এ রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার প্রদান করা হয় বলে জানান কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান। তিনি আরোও জানান, মো: ইউনুস সহ আরোও ১০ জন উদ্যোক্তা কাপ্তাই জেটিঘাট সংলগ্ন এলাকায় খাঁচায় মৎস্য চাষ করছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এই পদ্ধতিতে সবচেয়ে বেশি মৎস্য চাষ করছেন মো: ইউনুচ।
মৎস্য কর্মকর্তা আরোও জানান, কাপ্তাই লেকে খাঁচায় চাষকৃত মাছ সুস্বাদু এবং নিরাপদ।