শনিবার, মার্চ ২৫News That Matters

বান্দরবানে ৪ পর্যটকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে চার পর্যটককে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আরো অজ্ঞাত পরিচয় আট থেকে নয়জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পার্বত্য জেলা আদালতে নীলাচল নীলাম্বরী রিসোর্টের লিজগ্রহীতা মো. সাইদুল ইসলামের স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী এ মামলা করেন।  আসামিরা হলেন- তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম অন্তু ও আরিফ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় আসামিরা নীলাচল নীলাম্বরী রিসোর্ট ও রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় হোটেল কর্মচারী নিলু ত্রিপুরাকে দেখে চুংচাং শব্দ উচ্চারণ করেন। এর কিছুক্ষণ পরে রিসোর্টে সুলতানা যুথী রিসোর্টের সামনে ছবি তুলছিলেন। এটা দেখে আসামিরা বাজে মন্তব্য করেন। তাদের নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে তারা মারধর ও শ্লীলতাহানি করে।  বান্দরবান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী খলিল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী নীলাম্বরী রিসোর্টে বেড়াতে আসা ১১ জনের একটি পর্যটক টিমের সাথে রিসোর্ট মালিকের হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনজন পর্যটক আহত হয়। এ ঘটনায় পুলিশ রিসোর্ট মালিকসহ ৪ জনকে আটকে করে আদালতে তুললে তাদেরকে কারাগারে পাঠায় আদালত। এ ঘটনার রেষ ধরে এ মামলা হয়েছে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *