বর্ণিলভাবে কক্ষ সজ্জিত করে, ফুল, চকোলেট, মিষ্টি ও উৎসব কেক কেটে, গান গেয়ে শিশুদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষায় তাদের বর্ণিল অভিষেক ঘটালো কাপ্তাইয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়।
গত মঙ্গলবার হতে গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার সকল স্কুলে নতুন প্রাক প্রাথমিক শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিশুদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের উপস্থিতিতে এই “শিশুবরণ উৎসব” অনুষ্ঠিত হয় ।
এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় শিশুদের। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য বলেন, শিশুরা আনন্দপ্রিয়। তাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা উৎসবমুখরতার মাধ্যমে শুরু হলে তা তাদের শিক্ষা গ্রহণে ও পরিবার থেকে স্কুলের নতুন পরিবেশে অভিযোজিত হতে সহায়তা করে। প্রতিটি অভিভাবকও চায় তার সন্তানটি স্কুলে শিক্ষক- শিক্ষার্থী সবার কাছে গুরুত্ব পাক। এ জন্য উদ্ভাবনী ধারণার অংশ হিসেবে ২০১৭ সাল থেকে আমার বিভিন্ন কর্মএলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে।
উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে বলেন, শিশু বরণ উৎসবের মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকবৃন্দ স্কুলকে তাদের আপন ও নিরাপদ আঙ্গিনা মনে করে।
চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মার্মা বলেন, নতুন এ কর্মসূচি আমরা বিগত দুই বছর ধরে পালন করে আসছি। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার বেড়েছে। শিশুরা আনন্দের সাথে শিখছে।
পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ঊষাচিং মারমা বলেন, এ অনুষ্ঠানে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। এতে অভিভাবকবৃন্দও পুলকিত।