রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এর বৈষম্যতা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ আগস্ট) সকাল ১১ টায় বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিজয় মিছিলটি লগগেইট, নতুনবাজার হয়ে জেটিঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে আবারও বিএসপিআই ক্যাম্পাসে এসে শেষ হয়।
এসময় প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মোঃ মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী এই বিজয় মিছিলে অংশ নেন।
এর আগে কাপ্তাই জোন(৫৬ ইবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল, পিএসসি মিছিল শুরুর পূর্বে বিএসপিআই চত্বরে এসে ছাত্রদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করা সহ বিভিন্ন দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের ৬ (ছয়) দফা দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। মিছিল চলাকালে ৫৬ ইবি ইউনিটের এর নেতৃত্বে একটি টহল দল নিরাপত্তার দায়িত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার সহ শিক্ষকবৃন্দ মিছিলের সাথে অংশ নেন।
মিছিল শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি শান্তিপূর্ণ ভাবে মিছিল করার জন্য শিক্ষার্থীদের ও মিছিল চলাকালে নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়াও শিক্ষার্থীদের শান্ত থেকে শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান।
পরে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা সহ ১ (মিনিট) নিরবতা পালন করা হয়।