দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ২ নম্বর ওয়ার্ডের জামতলী বাঙ্গালী পাড়ায় রান্না ঘরের চুলা থেকে অগ্নিসংযোগে পুড়েছে আলমগীর হোসেনের বসতঘর।
শুক্রবার দুপুর দেড় টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পোল্ট্রির মুরগী বিক্রিয়ের বসতঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর দেড় টায় রান্নাঘরের চুলা থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাহাড়ের উপরে ঘর হওয়ায় এবং পাশ্ববর্তী কোথাও পানির উৎস না থাকায় চোখের সামনেই পুড়েছে বসতঘর।