রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ দুই নারীকে আটক করা করেছে। আটককৃতরা হলেন সালমা বেগম প্রকাশ রঞ্জু বেগম(৫০) ও আয়েশা বেগম(৪৫)। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করা হয়। কিন্তু অটোরিক্সার চালক পালিয়ে যায়।
কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, রোববার (১৩ অক্টোবর) বেলা প্রায় ১১ টায় থানার এসআই আল আমিন, এএসআই হাইসিং মং মারমা, এএসআই রবিউল আলম সঙ্গীয় ফোর্স সহ কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশম বাগান ফরেনার্স চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় অভিনব কায়দায় শরীরে বেঁধে এবং সিএনজি চালিত অটোরিক্সা যোগে পাচারকালে দেশীয় তৈরী ৪১ লিটার চোলাই মদ সহ সালমা বেগম প্রকাশ রঞ্জু বেগম(৫০) ও আয়েশা বেগম(৪৫) নামের দুই নারী পাচারকারীকে আটক করা হয়।
ওসি জানান, এব্যাপারে মাদকদ্রব্য আইনে কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীদের রবিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।