খাগড়াছড়ি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ভার্চুয়াল টেলি কনফারেন্স (ভিটিসি) মাধ্যমে দীঘিনালার ৩০০ মিটার ক্ষুদ্রাস্ত ফায়ারিং রেঞ্জ শুভ উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার(১৭ অক্টোবর) দুপুরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন।
এসময় দীঘিনালায় সেনা নিবাস সংলগ্ন ১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে ৪ ইস্ট বেঙ্গল (বেবি টাইগার্স) এর ব্যবস্থাপনায় নির্মিত ৩০০ মিটার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ৪ ইবি দীঘিনালা জোনের কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ওমর ফারুক, পিএসসি উপস্থিত ছিলেন।
সেনা সূত্র জানা যায়, দীঘিনালায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ উদ্বোধের মাধ্যমে, এই রিজিয়নের সকল ইউনিট সমূহ বিশেষভাবে উপকৃত হবে। উল্লেখ্য যে, ৩০০ মিটার এই ফায়ারিং রেঞ্জটি এই এলাকার সকল ইউনিট সমূহের একদিকে যেমন প্রশিক্ষণের মান উন্নয়ন করবে, অন্যদিকে দূরপাল্লার যানবাহনসমূহ গমনাগমন হ্রাসসহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে।