পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড়ে মৎস্য ক্রিকে প্রদর্শনী খামারীদের জন্য পোনামাছ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল মৎস্য চাষীদের মাঝে কার্প জাতীয় মাছের পোনাসহ প্রদর্শনী উপকরণ বিতরণ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, উপজেলার ৪টি ক্রিক বাঁধের মৎস্য খামারিদের মাঝে মাছের পোনা, খাদ্য, চুন, সার, জিওলাইট, একুয়ালাইম, বালতি, মগ ও সাইনবোর্ড বিতরণ করা হয়। এ প্রদর্শনির আওতায় মৎস্য প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে আধুনিক মৎস্য চাষে কৃষকরা লাভবান হবেন বলে তিনি জানান।
এসময় অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা সহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।