রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় আলোচিত তৃতীয় লিঙ্গের হিজড়া শিলা (৩২) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। গতকাল শুক্রবার তাদের গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো পুতুল আক্তার (৩২), পিতা- মৃত ইদ্রিস মিয়া, মাতা- হাজেরা বেগম, সুলতানপুর, রাউজান পৌরসভা, থানা- রাউজান, চট্টগ্রাম, শারমিন আক্তার প্রকাশ রানা (৩০), পিতা-মৃত নুর ইসলাম প্রকাশ মোসলেম, মাতা- লাভলী বেগম, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, মোঃ শুক্কুর মাসুদ(২৫) পিতা- আব্দুর রাশিদ, মাতা- রাবেয়া খাতুন, সাং- দক্ষিণ নাওদাড়া, ইউপি – গাউকান্দি, থানা- দূর্গাপুর, জেলাঃ নেত্রকোনা, মোঃ আরিফুল ইসলাম হৃদয় (১৮), পিতা-মোঃ জয়নাল, মাতা- রুজি আকতার, সাং- হেলাল চৌধুরীপাড়া, ফতেহপুর ইউপি, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম।
গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দিয়েছে বলে জানায় পুলিশ। কাউখালী থানার অফিসার ইনচাজ সাইফূল ইসলাম সোহাগ আসামী গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য গত সোমবার (৩ ফেব্রুয়ারী) কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা । ঐদিন সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মৃত দেহ উদ্ধার করে পুলিশ। কাউখালী থানা পুলিশ এ হত্যাকান্ডটি পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে নিয়ে তদন্ত কাযক্রম চালালে চারদিনের ব্যবধানে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।
গতকাল রাতে এ রির্পোট লেখার সময় কাউখালী থানার অফিসার সাইফূল ইসলাম সোহাগ জানিয়েছেন ধারনা করা হচ্ছে তৃতীয় লিঙ্গেল হিজরাদের আধিপত্য বিস্তারের কারনে হত্যাকান্ড ঘটিয়েছে। তবে হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত কাজ করা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি।