আসন্ন গ্রীষ্ম মৌসুমে ও পবিত্র রমজান মাসে আরামদায়ক ভাবে নামাজ আদায়ের সুবিধার্থে কাউখালী উপজেলার ত্রিশটি মসজিদে সিলিং ফ্যান প্রদান করেছে কাউখালী উপজেলা প্রশাসন।
আজ (শুক্রবার, ২৮ ফেব্রূযারী) এ উপলক্ষে এক সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, কৃষি অফিসার রাসেল সরকার, সমাজ সেবা কর্মকর্তা সাহাব উদ্দিন হোসাইন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর গিয়াস উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার ৩১টি মসজিদের মসজিদ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী গ্রীষ্ম মৌসুমে ও পবিত্র মাহে রমজানে গরমে মুসল্লীদের যেন কষ্ট না হয় এ লক্ষ্যে সিলিং ফ্যান প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৩১টি মসজিদে ১৩৫টি সিলিং ফ্যান প্রদান করা হয়।
কাউখালী উপজেলায় এই প্রথম কোন সরকারী কর্মকর্তার এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগে নেয়ায় সর্বত্র প্রশংসায় ভাসছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানিয়েছেন- কাউখালী উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও শিক্ষা সামগ্রী নেই সে সকল প্রতিষ্ঠানেও চাহিদা নিরুপন করে ফ্যান ও শিক্ষা সামগ্রী প্রদানের উদ্যোগে নেয়া হয়েছে।
কাজী আতিকুর রহমান গেল নভেম্বরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি উপজেলার চারটি ইউনিয়নের প্রায় সব এলাকায় সরজমিনে পরিদশন করেন। এবং এলাকার চাহিদার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় বেশ সুনাম অর্জন করেছেন কাউখালীবাসীর কাছ থেকে।