কাপ্তাইয়ের ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে রোববার(২০ নভেম্বর) সকালে গিয়ে দেখা যায়, সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে নিন্মবিত্ত ও মধ্যবিত্তের মানুষের ব্যাপক ভিড়।
এসময় টিসিবির পন্য কিনতে আসা চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুলনাহার আক্তার ও লাকি বেগম জানান, আমরা খবর পেয়ে টিসিবির পণ্য কিনতে এসেছি। এখন বাজারে নিত্য পণ্যের দাম যেহারে বেড়ে গেছে তাতে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। তাই এই সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যে কিনতে পেরে খুব ভালো লাগছে।
টিসিবির পন্য কিনতে আসা ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের এবং ২নং ওয়ার্ডের গৌরাঙ্গ দাশ জানান, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে কিছুটা টাকা সাশ্রয় হচ্ছে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এবং এই টিসিবির বিতরণ কার্যক্রম চলমান রাখার জন্য অনুরোধ জানান।
১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আজ( রবিবার) ইউনিয়ন পরিষদে ১,২, ৩ ও ৪ নং ওয়ার্ডের ১ হাজার ৬২ জনকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা এবং ৩নং চিৎমরম ইউনিয়নের ফের টিসিবির বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ১৪শত ৭২টি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া গত শনিবার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান এলাকায় ৮শত ২২ টি পরিবার এবং চিৎমরম ইউনিয়ন এর ব্যাঙছড়ি এলাকায় ৬শত ৫০ টি পরিবারকে সরকার কর্তৃক নির্ধারিত ডিলার এর মাধ্যমে এই টিসিবির পণ্য তুলে দেওয়া হয়। এইসময় ৪০৫ টাকার বিনিময়ে প্রতিটি পরিবার ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারছেন বলে তিনি জানান।