রাঙামাটি শহরের ৬নং ওয়ার্ড হ্যাচারি পাড়ায় ইয়াবা সেবন ও বিক্রিকে কেন্দ্র কওে দু’পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি ও সংঘর্ষ বাধে। ইয়াবা সেবনকারীদের সংঘর্ষে এলাকাবাসী ও প্রতিবাদকারী ৮-৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এঘটনা ঘটেছে। সংঘর্ষে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তরা সবাই পালিয়েছে তাই আইনশৃঙ্খলাবাহিনী কাউকে ধরতে পারেনি। স্থানীয়দের ভাষ্য মতে, যারা ইয়াবার সাথে জড়িত এবং সংঘর্ষ চালিয়েছেন তারা হলেন-শাকিল (৩৫), নাজমুল (২৫) ,কামাল, আবদুল্লাহ, রাসেল ও শাহীনসহ আরো অনেকে।
হ্যাচারি পাড়ার স্থায়ী বাসিন্দা রাশেদা বেগম জানান, গত পরশু সোমবার সন্ধ্যায় ইয়াবা সেবন ও বিক্রয় নিয়ে শাকিল (৩৫) ও নাজমুল (২৫) এর মধ্যে এলাকাবাসীর সাথে মারধরের মত ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পক্ষ-বিপক্ষ দাওয়া পাল্টা দাওয়ার মধ্য দিয়ে মারামারি বাধ। এসময় শাকিল (৩৫), নাজমুল (২৫), কামাল, আবদুল্লাহ ও রাসেলদের মারধরে এলাকার প্রতিবাদকারী ৮-৯জন আহত হয়।
আহতরা হলেন-শারমিন আক্তার (২৭), মোঃ হানিফ(৫০), মোঃ খায়রুল(২০), আব্দুল মান্নান (৫০)মোঃ রাব্বি (১৮), নুর হোসেন (২৫), ইসহাক ভান্ডারি (৫৬), নুর নাহার(৫০) ও রহিমা বেগম (৩০)। তবে শারমিন ও নুর হোসেন সদর জেনারেল হাসপাতালে ভর্তি আছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাহমুদ খান বলেন, এখানে যে সংঘর্ষ ঘটেছে সেটা স্থানীয়রা বড় করার চেষ্টা করেছিল। নিয়ন্ত্রণে রাখতে না পেরে পরে আইনশৃঙ্খলাবাহিনীকে খবর দেওয়া হয়। কেউ মাদক খেলে বা বিক্রি করলে আপনারা পুলিশকে খবর দেন। সে ব্যবস্থা পুলিশ নেবে। তিনি আরো বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।