শুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ৩ যুগপুর্তি উৎসব

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ২৭, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ের কেপিএম ব্রিকফিল্ড মাঠ। আলোর ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠেছে সমগ্র মাঠ প্রাঙ্গন, স্টলে চলছে বিকিকিনি, চলছে নবীন এবং প্রবীন সংগঠক ও সংস্কৃতি কর্মীদের প্রানবন্ত আড্ডা। অনেকে পুরানো স্মৃতি রোমন্থন করতে করতে  হারিয়ে গেছে ৮০ দশকে। কেউ এসেছেন রাজধানী ঢাকা হতে, কেউ এসেছেন নোয়াখালী, কুমিল্লা, খুলনা হতে। প্রিয় সংগঠনের তিন যুগপুর্তিতে অনেকে পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছেনে কেপিএম ব্রিকফিল্ড মাঠে।

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসর এর অন্যতম শাখা সংগঠন কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএম চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর তিন যুগপুর্তিতে সংগঠনটির উদ্যোগে  শুক্রবার (২৭ জানুয়ারী)  কেপিএম ব্রিকফিল্ড মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো মিলনমেলা উৎসব। এদিন সকাল ১০ টায় সম্মেলক কন্ঠে  জাতীয় সঙ্গীত ও খেলাঘর আসর এর দলীয় গান পরিবেশন এর মাধ্যমে উদ্বোধন করা হলো দিনব্যাপী অনুষ্ঠান মালার।

চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার  মিলস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার ও চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি আব্দুল মতিন জাতীয় ও খেলাঘর পতাকা উত্তোলন এর মাধ্যমে মিলন মেলার উদ্বোধন করেন। সংগঠন এর সভাপতি শফিকুল ইসলাম মিলন এর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এর সঞ্চালনায় এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার, খেলাঘর চট্টগ্রাম মহানগর এর সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, উত্তর জেলা খেলাঘর আসর এর সহ সভাপতি রওশন আরা চৌধুরী সহ কেপিএম লিমিটেডের বিভাগীয় কর্মকর্তাগণ এবং  চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর অতিথিরা তিন যুগপুর্তি উৎসব এর কেক কাটেন।

পরে কেপিএম ব্রিকফিল্ড মাঠ হতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ়্য শোভাযাত্রা।

“আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যত”, শিশুদের কান্না, আর না আর না, ” পাড়ায় পাড়ায় খেলাঘর, গড়ে তোল, গড়ে তোল ” প্রভৃতি স্লোগানে বর্নিল সাজে সজ্জিত হয়ে বাদ্যের তালে তালে শিশু, কিশোর এবং খেলাঘর এর নবীন প্রবীন সংগঠকরা আনন্দ উচ্ছাসে শোভাযাত্রায় অংশ নেন। কেপিএম ব্রিকফিল্ড মাঠ হতে শুরু হয়ে শোভাযাত্রাটি কেপিএম এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

এদিন বিকেল ৩ টায় সাংস্কৃতিক মঞ্চে চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আসরের বন্ধুদের কন্ঠে মিলন মেলার থিম সং, একক গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন উপস্থিত হাজারোও দর্শক উপভোগ করেন তুমুল করতালিতে।

এরপর শুরু হয় স্মৃতি রোমন্থন পর্ব। এতে খেলাঘর আসর এর সাবেক ও বর্তমান নেতাকর্মীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সন্ধ্যায় চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ডদল নাটাই এবং সবশেষে পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াদ এর প্রানবন্ত পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায় মিলন মেলা প্রাঙ্গন।

চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর সভাপতি ও মিলন মেলা উদযাপন পরিষদের সভাপতি মো. সফিকুল ইসলাম (মিলন) জানান, আজকে  সবাই শেকড়ের টানে ফিরে এসেছেন মিলন মেলায়। অন্য রকম অনুভুতি কাজ করছে আজ আমার মধ্যে।

তিন যুগপুর্তি উৎসব এর সদস্য সচিব জালাল উদ্দীন সাগর জানান, আজকে আমাদের সংগঠনের তিন যুগপুর্তিতে দেশের বিভিন্ন প্রান্ত হতে যারা এসেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ সানাউল্ল্যাহ পাটোয়ারী, মকবুল আহমেদ ও উৎপল ভট্টাচার্য জানান, জীবনের অর্ধেক  বছর বয়সে এসে দেখি চম্পাঁকুড়ির বয়স ৩৬। ধারাবাহিক কর্মকান্ডে এসে দেখি নিজের জীবনটা গোধুলির নীল আবচায় পরিপূর্ণ। শেখরের টানে ফিরে ়আসবো এই চম্পাঁকুড়িতে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

কাপ্তাইয়ের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর

রাঙামাটিতে ৪৫ হাজার গণটিকা প্রদান

যাঁরা পদ্মা সেতুকে নড়বড়ে বলেছিল তাঁরা এখন সেতুর উপর দিয়ে পাড়ি দেন-কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাই হ্রদে শামুকখোল

দীঘিনালায় পানিবন্দি হাজার পরিবার; খাগড়াছড়ি রাঙামাটি বাঘাইছড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ছাত্র নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকায় পার্বত্যঞ্চল এখন অপশক্তি ও অশান্তমুক্ত- প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

একান্ত সাক্ষাতকারে জি বাংলার সারেগামাপা এর শিল্পী শুভ দাশ

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে-লে.কর্নেল মুনতাসির

error: Content is protected !!
%d bloggers like this: