রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা বুধবার (৩০জুলাই) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো.মাসুূদ, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ শাহাজান কামাল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ডাঃ রুইহলা অং মারমা, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন।
আইন শৃঙ্খলা সভার শুরুতেই কাপ্তাই উপজেলায় বিদ্যুৎ এর লোডশেডিং, মাদক, চুরি ও বিজিবি কর্তৃক চোরাচালান আটক এবং আগামী ৫ আগস্ট যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না সেই বিষয়ে আলোচনা করা হয়।
পরে কাপ্তাইয়ের নির্বাহী অফিসার মো.রুহুল আমিন অসুস্থ থাকায় তাঁর আরোগ্য লাভের জন্য আইনশৃঙ্খলা সভায় দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত করেন কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদ। এসময় কাপ্তাই আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।