রবিবার, মার্চ ২৬News That Matters

সরকার মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

শেয়ার করুন:

দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ (১০ মার্চ) বৃহস্পতিবার দুপুরে এ ভবনের উদ্বোধন করেন চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) উপজাতীয় শরণার্থী বিষয়ক টার্স্কফোর্স ও খাগড়াছড়ি ২৯৮ নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থ বছরের অধীনে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে একাডেমিক ভবন নির্মাণ করা হয়।

এ ভবন উদ্বোধন উপলক্ষে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময়ে তিনি বর্তমান সরকারের উন্নয়ন বিষয় গুলো তুলে ধরেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সরকার মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করছে। টেকসই সামাজিক উন্নয়নে মেধার বিকাশ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর বৈষম্য দূর করতে নিরলসভাবে কাজ করছে সরকার’।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহাম্মেদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদুৎ বরণ চাকমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *