রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুধবার (২৭ আগস্ট) দুপুর ২ টায় কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কয়লার ডিপো হরিমন্দিরের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বটন মল্লিক (৪৩) কে আটক করা হয়েছে।
অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মোঃমনিরুজ্জামান এর তত্ত্বাবধানে বিভাগীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
এসময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামি বটন মল্লিকের দেহ তল্লাশী করে তার ডান হাতে ধৃত একটি বস্তায় ২০(বিশ) টি লেভেল বিহীন প্লাস্টিকের বোতলে প্রতিটিতে ২৫০মি.লি করে মোট ৫ (পাঁচ) লিটার চোলাই মদ জব্দ করা হয়।
এলাকাবাসী জানান, বটন মল্লিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাজনীতির পরিচয়ে তিনি এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাঁর গ্রেফতারে আমরা খুশী।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।