সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পাদনের এর লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে ৩১ সদস্য বিশিষ্ট দূর্গা পুজা পরিচালনা উদযাপন কমিটি ২০২৫ গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়ক হলেন দীপক কুমার ভট্টাচার্য, সহ প্রধান সমন্বয়ক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ দাশ এবং সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু।
এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট, উপজেলা পুজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এর সঞ্চালনায় এতে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টির কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি জগদীশ দাশ, সাধারণ সম্পাদক লোটাস ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য বক্তব্য রাখেন।