রাঙ্গামাটির বাঘাইছড়িতে পারিবারিক হাঁস-মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। একইসাথে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ ও আলোচনা সভা।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির। এছাড়াও বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়নের প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম জালাল। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা।
আলোচনা সভায় অতিথিরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে হাঁস-মুরগি ও ছাগল পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং বাণিজ্যিকভাবে পালন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির নানা দিক তুলে ধরেন। পাশাপাশি যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন।