রাঙামাটির নানিয়ারচরে বুড়িঘাট এলাকার ৬টি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. মারুফ। সে স্থানীয় মেহেদি হাসান সোহরাব এর পুত্র। বৃহস্পতিবার ভোর রাতে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৮নং টিলা আমলকি পাড়া এলাকায় সংঘবদ্ধভাবে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আমলকি পাড়া এলাকার ভাই ভাই টেলিকমের সত্ত্বাধিকারী মো. হোসেন আলী জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ৬টি দোকানে দূধুর্ষ এই চুরির ঘটনা ঘটেছে। ৫ থেকে ৬জন চোর আমলকি পাড়া এলাকার খলিলুর রহমান, আবুল কালাম আযাদ (কাইয়ুম), বাবুল হোসেন, রবিউল হোসেন ও ইব্রাহিমের দোকান এবং আমার একটি দোকান সহ মোট ৬টি দোকানে চুরি করে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, ভোর রাতে একটি সংঘবদ্ধ চোরেরা ৪টি দোকানের বেড়া কেটে ও ২টি দোকানের বেড়ায় আগুন দিয়ে দোকান ঘরে প্রবেশ করে।
এঘটনায় ভিডিপির সাবেক প্লাটুন কমান্ডার মো. আজিজ বলেন, আমি নামাজ পড়তে বের হলে স্থানীয় আইয়ুব আলী ও তার স্ত্রীকে চোর চোর বলে চিৎকার করতে শুনি। তাদের চিৎকার শুনে আমি সামনে এগিয়ে গেলে ১ব্যক্তিকে দেখতে পায়। এসময় সে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অন্ধাকারে আমি তাকে ভালোভাবে চিনতে পারিনি। তবে স্থানীয় মারুফ নামে এক ব্যক্তিকে ধারণা করেন তিনি।
এদিন বিকেলে অভিযান চালিয়ে নানিয়ারচর থানা পুলিশের একটি দল চুরির ঘটনায় সম্পৃক্ত বেশ কিছু আলামত ও চুরি যাওয়া মালামাল সহ আসামী মো. মারুফ কে গ্রেফতার করে। এদিকে দুধুর্ষ এই চুরির ঘটনায় নানিয়ারচর থানার এসআই দীপক কুমার পাল জানান, গতরাতে চুরির ঘটনায় মো. মারুফ নামে এক চোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চোরাই মালামাল উদ্ধার ও এঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে এই চুরির ঘটনা স্বীকার করেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার